ভিজতে ভিজতে প্রদীপ জ্বলবে কি না জানি না
সাঁঝ নেমে গেছে, সাঁঝ নামলে সব ফিরে আসে
ঘরের টানে।
হয়তো ফেরে হয়তো না!
ভেসে আসছে হইয়্যা আলাল ফালাহ
পাখিগুলো দৌড়ুচ্ছে দু-পক্ষে
কিন্তু, মানুষ?
না, মানুষের পক্ষ নেই
মানুষ বড়োই পক্ষ-হীন পক্ষপাতী প্রাণী
তাই তার ঠিকানা নেই।
আমিই মানুষ!
ঠিক এজন্যেই পাই না তাকে
ফিরে আসে_না। আঁধার বেড়ে যাচ্ছে
মিটে যাচ্ছে সব সীমানা
রাতের গহীনে
আসুক বা না, রাত ভারী হলে সারস উড়ে যাবে
নীল কবরস্থানের আকাশ বেয়ে@মণি জুয়েল
রূপকে গভীর বিরহের অপূর্ব কাব্যিক উপস্থাপনা প্রিয় কবি! দারুণ মুগ্ধ হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
কবি অতি চমৎকার লিখা পাঠে বেশ লাগল ধন্যবাদ।
দারুণ ভাবগাম্ভীর্যে অসাধারণ কবিতা....
শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
চমৎকার একটা কবিতা উপহার দিলেন প্রিয় কবি