তুমি কতোটা গভীরভাবে নিয়েছো, তা জানাও নি
কিন্তু আমি
আমি এখনও ভাবছি
ওই দাঁড়িয়ে থাকা, পোল'টার কথা
খেয়াল করেছো?
কতগুলো তার তাকে ঘিরে?
কিন্তু তারপরও একা সে, দাঁড়িয়ে আছে-
অনেক 'গুল্ম ও পুষ্প' ঘিরে!
নিশ্চয় দেখেছো!
কিন্তু, দেখো-নি, তার নিবিড় ব্যথা
অথচ আলো জ্বলছে
আর তুমি?
সেই আলোতেই এখন বেঁধে নিচ্ছো চুলের বিনুনি
নিঝুম যুদ্ধের প্রস্তুতিতে@মণি জুয়েল
শুভ সকাল।
কবিতা বেশ প্রেমময় ।
ভালো থাকুন, রক্তিম শুভেচ্ছা ।
কে আর আজকাল অন্যের কথা ভাবে! ভাবতেছি প্রিয় কবি। ভারি সুন্দর প্রকাশ। শুভকামনা নিরন্তর।
দারুন মনোলোভা শিরোনামে অভিভূত হলাম।
কবিতাও হৃদয়গ্রাহী, কাব্যময়।
শুভ কামনা রইল
প্রিয় কবি।
অনন্য সুন্দর কথামালায় সাজানো গভীর প্রেমময় কাব্য কবিতা উপস্থাপন করেছেন শ্রদ্ধেয় কবি, ভালোলাগা এবং মুগ্ধতা রেখে গেলাম। ভালো থাকুন সুস্থ থাকুন, শুভ কামনা অবিরত।
অনবদ্য, ইচ্ছাশক্তির অনিহা ভাব পরিলক্ষ্যিত কাব্য কথা , মুগ্ধ ।
প্রিয়কবিকে মে দিবসের প্রীতি, শুভেচ্ছা জানাই , ভাল থাকুন সদা ।
ভাবনার গভীরতা ব্যাপক।খুবই চমৎকার ও সমৃদ্ধ শব্দের ব্যবহারে সুন্দর অর্থবোধক ভাবনার অনবদ্য প্রকাশ। মুগ্ধতা অপরিসীম।
ভালো থাকুন কবি, সুস্থ থাকুন।
প্রেম বিরহের অপূর্ব নান্দনিক উপস্থাপনা! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অনন্য জীবনমুখী প্রেমের রূপক কবিতা।
শুভেচ্ছা অফুরন্ত প্রিয় কবি।