- মণি জুয়েল(Moni Jewel)


আমি যে দিকেই তাকাই, কেবলই দেখতে পাই
হলুদ_নিসর্গ, হলুদ হলুদ "রাই"
এর যেন শেষ নেই, যেন কোন সমাপ্তি নেই!
অতঃপর.. দিশেহারা, এগিয়ে যাচ্ছি
হলুদ গন্ধে, হলুদ-পরাগ মাখতে মাখতে
আমি জানি না, পথ খুঁজে পাবো কি না
আমি জানি না, ঠিকানা, পাবো কি না
এ' অজানায় অচেনায়, এগিয়ে যাচ্ছি...


উপরে নীলাকাশ, নিচে সবুজ-ঘাস


কিছু দুরে লাল শিমুল লাল হাসছে!


হয়ত কিছু দুরে নদী বয়ে যাচ্ছে ঠিক
তার আপন মহিমায়, কুল কুল তরঙ্গে!
আমায় কি সে'ই পথে, নিয়ে যাবে, রাই
যে পথে, নদী, গিয়ে মোহনায় মিশে যায়?
তোমার হলুদগন্ধে ভেজাতে ভেজাতে
লাল চুমুতে হারাতে হারাতে অরণ্য পেরিয়ে
নিয়ে যাবে কি নীল সীমানায়?
মরণের রূপকে, যেখান থেকে জীবন' শুরু হয়!


×××24.03.2018-ধুলিয়ান-04:00AM×××