অথচ দৃষ্টিপাত করে না কেউই সাধারণত
- মণি জুয়েল(Moni Jewel)


সম্মোহিত হতে হতে এমনই হয়ে গেছো
যদি বলাও হয়-
নিজের মতো বাঁচো
তাহলেও, তোমরা তা পারবে-না।
কেন না, এখন আর তোমাদের-
তোমাতে আর তোমরাই নেই!
ছেয়ে গেছে, অসংখ্য_পর্দায়!


যাহাকে তোমরা মন বলো২


তা, আছে আর কি, নিজে-র?
মোটে নেই, নাঃ নাহ্ একদম!"
সাঁন্ধ্য-আড্ডা'য় বলা, ছেলেটির-
কথা, সবাই যে নিচ্ছিলো, তা না।
খুউব আঁধার, এখন।
ও সবই ভাবছি...,
গ্রহদের জীবন দিতে টগ্বগ তারা জ্বলছে।


×××26.09.18-ধুলিয়ান-08:11PM×××