অতঃপর বৃষ্টি হলে সবই সবুজ
- মণি জুয়েল(Moni Jewel)


এখন প্রায় উপদ্রবহীন আমি সবটাই মেখে নিচ্ছি।
অস্ত্র হাতে তোমাদেরই গড়ানো, রক্তগুলো
মিশিয়ে নিচ্ছি-
আমার শরীরে অন্ত্রে-তন্ত্রে আমার রক্তে
একদিন ফেটে যাবোই-
সময় পাবে না সেদিন আর উপদ্রবের
আমি নিজে'ই ফেটে গেলে তুমিই বা...
-                   -                  -
খুঁজে পাবে তো সেদিন তোমার কণা
গজিয়ে উঠবে কী' আর, তোমার ফণা
সে'ই ভয়াবহতার দিন?
করে তোলো বিষ' বিষে আমায় বিষাক্ত
অসহ্য তবুও
আরো জ্বালা চাই, সে সংঘাতে বিস্ফোরিত
হয়ে আমার লয়ে তোমার তোমারই ধ্বংস খুঁজছি।


××××03.03.2018-ধুলিয়ান-03:03PM××××