- মণি জুয়েল(Moni Jewel)


অনেকদিন ধরেই আমার সে'ই...বাংলাকে খুঁজছি।
মাথামোটা পলিটিশিয়ানগুলোর মতো কে যেন
বলেছিলো- ছিলো, আছে, থাকবে।
হয়তো আছেও। যেমন ছিলো। কিন্তু...খুঁজছি
আমি খুঁজছি- ওই গৃহবধুকে
যে শীতের রোদফোটা সকালে কুমড়ো ঘষে
কলায়ের আটায় মিশিয়ে বড়ি দিতো রোদে
আমি খুঁজছি-
দড়ির খাটিয়া, সুতির কাপড় কিম্বা মশারি,
পৌঢ়ার পরিচালন-এমন কর গো বড়বৌ'
বৌ'টির লাজুক হাসি ...
আমি সেই মুখ'গুলোকে'ই, এখন খুজছি,
আর পার হয়ে যাচ্ছি।
আখের ছোবড়া বিছানো গ্রাম্য পিচ রোড
সাইকেলওয়ালা মধ্যাহ্ন পথিকের বিরক্তি,
ঘুড়ি উড়ানো-
বালক'গুলোর পথে পথে আমুদে দৌড়ানো
মনে মনে, অন্তঃ নয়নে আমি খুঁজেই চলেছি
খুঁজেই চলেছি  কিশোরটিকে
লুকিয়ে চুরি করে যে আখ চিবাতো স্ববান্ধবে
মুখগুলোর অন্তঃঅনন্ত অভিব্যক্তিই
খুঁজছি, চলতে চলতে, পোড়া-মোবিলের গন্ধে
বাইকের হর্ণের ভিড়ে,মধ্যাহ্নরমণীর পারফিউমে!


****29.12.2017-ধুলিয়ান-12:50PM****
                     #কথাকবিতা