পথ দেখাতে হলে প্রথমে কামড় খেতে হবে
আজও, জ্বলে ওঠে, আমার চোখের সামনে
ওরা ফিরে যাচ্ছে
হারুন একা হয়ে যাচ্ছে
মুসা, তখনও ফিরিয়া আসে নি
এদিকে দেরী হয়ে যাচ্ছে
দূর্ভাগ্য
আমার না তাদের!
মূর্ত পুঁজিবাদে, জ্বলে পুড়ে যাচ্ছি
এদিকে লাল্বাদের-
বিভ্রান্তে
চিনতে ভুল'ই হয়ে যাচ্ছে
এখনও বার্তা পৌঁছুতে পারে নি
মৌমাছির মতো ছুটছে
যার চাক ভেঙেছে।
শুধু ধোঁয়াই দেখছে তারা দুচোখের সামনে
তাদের চোখ দেখতে পাচ্ছি, চোখে পথ না @মণি জুয়েল
কবিতা অনিন্দসুন্দর।
ভালো থাকুন রক্তিম শুভেচ্ছা ।
বাহ্ সুন্দর!
ভালো থাকবেন।
অনবদ্য অনুভূতির বেশ দারুণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম
চমৎকার উপস্থাপন।
শুভ কামনা নিরন্তর ।
ভালো লাগলো আপনার রচিত কবিতা।
অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
লালবাদে কোন বিভ্রান্ত নেই ,অর্থের (পুঁজিবাদ) কাছে সাধারণ মানুষ দিগভোলা , বুর্জোয়া সংস্কারের ফল, মানুষ সভ্যতা হারিয়ে রসাতল ।
সুন্দর শব্দ ব্যঞ্জনায় সুন্দর বিবিধ কাব্য ,মুগ্ধ ।
শুভরাত্রি , অশেষ শুভকামনা , শুভেচ্ছা প্রিয়কবিকে । ভালো থাকুন সদা ।