- মণি জুয়েল(Moni Jewel)


এগিয়ে যেতে যেতে এতোটাই এগিয়ে যাবো
ভাবতেই পারি নি!
চাই-ই নি এতোটা এগিয়ে যেতে।
বেশ তো ছিলো সাত-ভাইয়ার আনাগোনা
ময়নার ডাক, দোয়েলের শীষ
আরও কত নাম না জানা পাখিগুলো।
/
জৈষ্ঠর দুপুরে ঘুুঘুর ডাকে ভেসে যাওয়া নেই
সম্মোহিত মনের,
দেখছি না সেই বালকদের টুনটুনি ধরতে,
তপ্ত দুপুরে-
দুলছে খোকসা পাতাগুলো সেলাইহীন।


এগিয়ে গেছি অনেকটা, এগিয়ে যেতে যেতে।


এ' পথ দিয়েই হেঁটে যেতো লাঠি হাতে
পন্থ ভিখারি।
আজ সবাই কোথায় যেন হারিয়েছে ওরা,
সময়ের পরিবর্তে।
খোকা বলে পৌত্রস্নেহ করে দেয়ার আর নেই!
/
বৈভবী শৈশব বন্দি সব কিন্ডারগার্টেন
রোব্বারি দুপুরে মিট্মিটি চোখে
বেশ তো শুয়ে থাকতো সেই দিন দস্যিটি!
ঝাপসা হয়ে আসছে আমার দৃষ্টি,
ভাবতেই পারি নি-
এগিয়ে যেতে যেতে এতোটাই এগিয়ে যাবো!


***23.07.2017-ধুলিয়ান-01:00দুপুর***