- মণি জুয়েল(Moni Jewel)


আগের মতোন এখন আর কিশোরীর দৌড়'ঝাপে,
কোমস-গন্ধা-সন্ধ্যা নামে না,
সদ্যযুবতিগুলোর গোপন প্রণয়ী তাড়াহুড়ো নেই,
সাইকেলে'র বেল শুনতে অপেক্ষা করে না মন!
কিম্বা
অন্যগ্রামের হিপ্পিচুলওয়ালা ছোঁড়ার
ক্রিকেটীয় ঢং'এ ইটের টুকরো ছোড়াতেও না!
যাই হোক, সন্ধ্যা নেমে এসেছে পশ্চিমাঁধারে!


পশ্চিমে ডুবতে ডুবতে এখন ভাল'ই আঁধার!


এদিকে সেদিকে জ্বলে উঠছে, রাতের আলো,
লো ভোল্টেজে হলেও। গাছাতে নেই টিমটিম
লন্ঠন-পিদ্দিম, এখন তেমনটি আর।
কিন্তু
হৃদয়ে হৃদয় ওরা সবাই তেমনই থেকে গেছে!
হলো তো কি যন্ত্রময় তোড়জোড় হৈ হৈ হুল্লোড়,
রাত জেগে রয় দিনের আসায়
পুর্বাকাশের লাল আলোতে ওরাও ঠিকই জাগবে।


****18.11.2017- ধুলিয়ান-05:30PM****