হে ! সমাজ ভূমি -যশ ,মান ,ধন ধরণী
সবই দিলে তুমি ঢেলে -কৃপণতা করো নি
সাজালে কারো ঘর -রতন অলংকার সাজে
কারো ঘর ফুটো - ঝরে জল ভোরে সাঁঝে


শত'কে দিলে পরিচয় , দিলে নাম ডাক যশ
কত'কে দিলে শুধ ঘাত -শত মন্দ নিন্দে বেফাঁস
ভালোবেসে বানালে কত'কে ধনবান মহারাজ
খেলতে শত'কে নিয়ে - পরালে ভিখারী সাজ


দিয়েছো হাজার-শত , যা কিছু তোমারই দেওয়া
কত'কে দিলে ভরে , শত'কে দিলে শুধু 'না-পাওয়া'
কত শত জন প্রেম পেলো তোমার দয়া- কৃপায়
কত জন দিলো পরাণ -তোমার ধর্মের বাঁধায়


যাদের দিয়েছো ধন, মান- অধিকার দিয়েছো তাদের
হত নিস্ব: যারা - অনধীকার শুধু দিয়েছো তাদের


তবু দ্যাখো দিয়েছো যাদের - কৃতঘ্ন তারা
স্বীকার করেনা তোমায় , -অধম কপালের মারা
দাওনি যাদের তারা শত 'না-পাওয়া' -পাওয়ার মাঝে
হীত কামনা করে তোমার - ভোর ,রাত ,সাঁঝে


সমাজ ভূমি , তুমি ধন , মান , যশ ধরণী
সবই দিলে তুমি ঢেলে , শুধ বিচার করো নি