আমি বেকার বলে
     হাত দুটি ধরোনি , হয়নি তো চার হাত
কাছে এসে যেনে শুনে -করো নি আর মোলাকাত
মুখে শুধু বলেছিলে - আমরা ভালো ইয়ার বন্ধু
হেসেছিলো মুখ , মন বলেছিলো বন্ধু শুধু


     বন্ধুরা দ্যাখালো পথ - নামো আর নীতি ধরো
লডায় করো , সংগ্রাম করো -সুবিধে পে তে পারো
সংগ্রামী যারা -শেখালো লডায় , দ্যাখালো ময়দান
লডাকু হলাম , খাটলাম গারদ -এই মোর অবদান


      পথ চলতে চলতে দেখি -কত চোখ বাঁকা
শত কথা শুনি , -বলে কিছু নেয় ফাঁকা
হ্যাঁ , শূন্য আমি , আমার কিছু নেয় আজ
বেকার আমি -বিদ্যে নেয় ,বুদ্ধি নেয় , নেয় লাজ


      ঘরে ফিরে দেখি - বাপের মায়ের মুখ
সুখ নেয় বলে ধরেছে অসুখের অসুখ
তবু দুটো খেতে দেয় , চাল আর ডাল
বেকার আমি নির্বাক দেখি - বেহালের বেহাল


      আজ অন্ন নেয় , হাসি আর খুশি দুর
পিপাসায় জল নেয় ,নদী বুকে বালু চর
হাত ও পাইনি সাথ ও পাইনি , পাইনি স্বজন
বেকার আমি দেখিনি সুখের মুখ ফারাক লক্ষ্য যোজন