বন্ধু - তুমিও ভুলে গেলে
বারে ফিরে চাইলেনা , নতুন স্রোতে ভেসে গেলে
তবু ব্যাথা পাইনি , কেন ই বলো পাবো
জানতাম নতুন আসরে গেলে , আমি হারিয়ে যাবো


তবু বলি বন্ধু , শোনো পরাণ
তারাও প্রবীন হবে কালে , আসবে শত নবীন
ধরে রেখো যেন , না ফিরে আর দুর্দিন
সুখে সাথে থেকো , অমর হোক এমন সুদিন


তবুও নিয়ম এই দুনিয়ার
আজ যে আসে কাছে -পরে হয় সে পর
দুনিয়ার খেলায় বন্ধু কেউ বা নবীন রয়
হবে সবে প্রবীন , যাবে চলে সবে -রবেনা ধারায়