কেহ তো বাড়াও হাত -শত পতিতে'র পানে '
তোলো কেহ আওয়াজ, এই সমাজ প্রা ঙ্গনে '
বলো কেহ বলো -কেন এতো অবিচার
লঘু'র অনন্ত বিলাস, গুরু'র কেন অনাহার '


দাও চোখে আ ঙুল -দ্যাখাও সমাজের রূপ '
না পাওয়া'র হাহাকার আর বুক ভরা দুখ:
সমাজের ছবি আঁকো- নাও হাতে রং তুলি,
সাজাও পট ময় দীন শুকনো মুখ গুলি '


কেহ তো দ্যাখাও- তোমার কথার শিল্পে
সমাজের মুখ আজ ভাগে ভাগ দুই দিকে '
এক দিক লাল গাল, শ্রম হীন ভোগ- বিলাস '
অভাব অনটন , অনাহার- অনীদ্রা বিপরিতে প্রকাশ '


গাইয়ে গাহো সুরে, আকাশে বাতাসে ভাসাও
সমাজের হৃদ- কথা , কবি কবিতায় সাজাও '
তোলো তোলো আওয়াজ- এই সমাজ প্রা ঙ্গনে '
কেহ তো বাড়াও হাত -শত পতিতে'র পানে '