আমার স্বজন, আমার জাতি -জাগো, জাগো বন্ধু আমার
চোখ খোলো, জেগে দেখো কাঁদছে জাতি, স্বজন আমার-তোমার
এতো নাদ্ তবুও কি তোমরা জাগবেনা, জাগাবেনা নিজে
কত-কাল আর ঘুমাবে তোমরা মিথ্যে সুখ-স্বপনে মজে


জাগো জাগো, দেখো  কাঁদছে জাতি, শত মায়ের বুকে হাহাকার
তোমার ঘুমের সুযোগে ,-মারছে স্বজাতি -শয়তান যারা বিকার
চোখ খোলো, জেগে ওঠো, দামামা বাজাও শয়তান বধের
ভা ঙো মিথ্যে স্বপন, উঠে দেখো মরছে সন্তান আমার-তোমার মায়ের