একটি স্ট্যাটাস মাত্র(আট)
-মণি জুয়েল


আত্মপ্রচার অনেক হলো,
জেনে গেছে লোকে, কমলের-কলমী |
এবার ফিরে দেখি একবার ....


মালা কি ঘরে ফিরেছে?
কি জানি কখন খবর কি এসে যায়!
হয়তো পড়ে আছে খোলামাঠে
খুবলানো  মুঁজুকায় রক্তরাঙা নগ্ন অবস্থায়!
এবার ফিরে দেখি একবার....


ফিরে এলো এর্শাদ,সকালে
কি জানি কখন খবর কি এসে যায়!
হয়তো মরে গেছে ভাঙাঘরে
কাঁদে কচি, হয়তো জুলি বেওয়া অবস্থায়!
এবার ফিরে দেখি একবার....


মহিমের মা বেঁচে আছে?
কি জানি কখন কি খবর এসে যায়!
হয়তো পড়ে আছে মেট্রোরেলে!
হায়রে! অভাগী তুই আজ লাশ অবস্থায়!
এবার ফিরে দেখি একবার....


এই তো বীণা চলে গেছে
কি জানি কখন কি খবর এসে যায়!
হয়তো ধরেছে মরণ রোগে!
অথবা, কচি কোলে কেঁদে অকুল ভাসায়!
এবার..ফিরে দেখি একবার....


কুদ্দস সেদিন বলে গেছে
কি জানি কখন ফের খবর এসে যায়!
মেয়ে ঝুলেছে পণেরফাঁদে
হয়তো, আমিনা কেঁদে কেঁদে বুক চাপড়ায়!
কলম হলো, ..ফিরে দেখি একবার!!!!!