হেসে নে আজ এইক্ষণে
- মণি জুয়েল


তপ্ত বেশাখী দুপুরে দেখি পানা পুকুরে
কিশোর বালক সবে সুখে ডুব মারে
নেই কোন ভয়, উল্লাস বৈভব অপার
জীবন শুরু সবে, বাকী আছে পারাবার
বড় হবে ওরা , গড়বে সমাজ ভূ-দেশ
দেখবে সেদিন চোখে, ব্যথা কত দ্বেষ!


নেই ভাবনা কোনও স্বর্গ সুখের সুখী
শেষে কিশোর দিন, কাঁদবে সেদিন দু:খী!
জাগবে মন খুলে নয়ন - জানবে বেকার
দেখবে চোখে ঝরে কতজল;আর হাহাকার


পিতা আছে আজ, নেই অভাবের টের
হবেও সে একদিন, জানবে অভাব ঢের!
তাই বলে কি, রয়ে যায় জীবন বাকী?
চলছে সেদিন থেকে- চলে যাবে ঠিকই !


দেখে বলি মনে, হেসে নে আজ এইক্ষণে
ফুরালে সুদিন আজ, কাঁদবি সেদিন মনে!