সেদিন থেকে সেইদিন
-মণি জুয়েল


উদাস দুপুরে শুনি বাজে দুরে
কাতর ফিঙে গেয়ে যায় সু-করুন সুরে
জানালা খুলে বসে গিয়ে ধারে
কিশোর বালক তখন বসে পুকুর পাড়ে
নেই কোনো হেল দোল, তাড়া
বৈভবী সব আদুরে বদমাশ স্নেহ বেয়াড়া
কেউ ছুড়ে ঢিল পুকুর জলে
কেউ ডুব দেয় সুখে জলকেলি খেলে |
বেগুন গাছে বসে টুনটুনি পাখি
বাল্যকুল কোন দিন ওদের ছেড়েছে কি?
ধর ধর পাখি ধর- উল্লাস কত!
কে শোনে কার মানা, ওরা আপনার মতো|


শাড়ি লুকানো পড়শি বউ বর্ষার
মুখ তার ভার, হায়রে সুখের সে কৈশর!
পিছু ফিরে দেখে, মা কঞ্চি হাতে
কেউ পালায় ভয়ে, আর কেউ জেদে মাতে
মা বলে ডাকি বাবাকে তোর?
ভয়ে তখন বালক সুবোধ পিছু দেয় দৌড়!


হায়রে সুখের সেদিন সুখ কৈশর
ফুরিয়েছি কতদিন, জীবনের কত তোড়জোড়!
আজ সময়ের তালে ফুরিয়েছে সব
সময় বদলে যেদিন ফুরাবো, হারাবে সেদিন সব!!