ভালোবেসে বারবার
- মণি জুয়েল


(ভেবেছি কতবার ভালোবাসবো না আর
হায় এ জীবন! আসে, ফের চলে যায়, বারবার!)


ওইদিন ফুলেল সুবাসে ভেসে এসেছিলো সে
ওই ময়ল বাতাসে
দুলে দুলে গেয়েছিলো গান- এই ভ্রমর পরাণ,
হেসে হেসে ওই পুষ্প সুবাসে |
একটুখানি আশা (আর) ভালোবাসা ওই ||


(ফের) ওই বর্ষায় মন ভিজে যায় প্রেমে রসে
আমি আর সে
মরু এ হৃদয় সোহাগ ঝর্নায়(ফের)ভিজে যায়
হেসে হেসে ওই অঙ্গ সুবাসে |
একটুখানি আশা (আর) ভালোবাসা ওই ||


(ফের একদিন প্লাবন এলো | এই বাঁধ, এই ঘর ভেসে গেলো, এই মন এই নয়ন আর এ হৃদয়!!!)


(তবু) পাগল- মন,- আমার) মন খোঁজে সে
শুভ্র মেঘে ঐ শরত কাশে
কাশের দোলে, এই মন দোলে, মনের আশায়
হেসে হেসে ফের ভালোবাসে |
একটুখানি আশা (আর) ভালোবাসা ওই ||