তোমার ওই রূপের মায়া, সে যেন দিব্যি ছায়া |
পরাণ কাড়ে  নয়ন তোমার, আমায় ওই পলকে রাখো |
আমি হৃদয় দেবো, তোমারই হবো, বুকেতে আমায় রেখো ||


কমল কলি মধুভরা মন, ওই মনে সোহাগ আছে
মনের দুয়ার খুলে দিয়ে ডেকে নাও ভালোবেসে |
নদীর মতো অঙ্গ তোমার, চলনে লহর রাশি
দুলিয়ে এ মন ভাসাতে পারো- রজনী সোনার শশী|
বাঁধন ছিঁড়ে যেতে পারে, বাঁধনে বেঁধে রেখো |


শ্রাবন শ্যামল তোমার চুলের আলতো সোহাগ পরশ
পেতে চায় মন | তোমার আশায়, - কত হৃদয় নিরাশ |
হরিন নয়ন চাহন তোমার, চাহনে প্রেমের দ্যুতি
পলক তলে লুকিয়ে আছে হাজারও অনুভূতি |
এক পলকেই হারাতে পারি, পলকে বেঁধে রেখো |          
                  ||মণি জুয়েল||