#তোমার_মতো_আর_নেই
- মণি জুয়েল


যখন তোমার চোখে তাকাই
যখন তুমি হাটো
যখন কালো চুল ভেসে যায়
যখন তুমি হাসো
তখন মনেহয়
আর কেউ নেই- অপরূপা এতো এই দুনিয়াই।
চোখ যেন নয় সুনীল সায়র মনেহয়
ছন্দে ছন্দে ওই অঙ্গ বাঁকে নদী বয়ে যায় ।
আর কেউ নেই, অপরূপা এতো এই দুনিয়াই।।


যখন ভেসে আসে অঙ্গের সুবাস
যখন পুষ্প হেসে দেয়
যখন আলতো ফেরো, দেখি সহাস,
যখন ওড়না উড়ে যায়
তখন মনেহয়
আর কেউ নেই - অপরূপা এতো, এই দুনিয়াই।
ওই সুবাসে যেন ভেসে যাই, বাগিচায় ।
পলাশে পলাশে সেজেছে ঋতু, বসন্ত থেমে যায়!
আর কেউ নেই- অপরূপা এতো এই দুনিয়াই ।।


যখন দোলে অঙ্গ, নিতম্ব তোমার
যখন মন দুলে যায়
যখন ভেসে যায় মন, প্রেমে জোয়ার-
ঝড় তোলে নীল দরিয়াই
তখন মনেহয়-
আর কেউ নেই, অপরূপা এতো এই দুনিয়াই ।
যখন ডুবে যাই, এ মন যখন ডুবে যায়
সোহাগের সুখে মন ভেসে যায়, ভেসে যাই ।
আর কেউ নেই, তুমি আমি এক, মোহনায় ।।
        @ Moni Jewel