একটি_স্ট্যাটাস_মাত্র(ইউনিভার্স)
- মণি জুয়েল


আসলে শেষ বলে কিছুই নেই
শেষের শেষে শুরু হয় হেসে,কাঁদে ফের!
কাল তুমি ছিলে, আমিও.....
আজও...........
শুধু পথের বদল, শুধুই নামের বদল!
আসলে শেষ বলে কিছু নেই।
গঙ্গা এখানে, ওখানে পদ্মা। ওই সাহারায় ইউফ্রেটিস।
আসলে শেষ বলে কিছু নেই
চলার শেষে একদিন পথেই মেশে ফের ।
প্রবাহ ছিলো কাল, বয়ছে
আজও ।
শুধুই ছন্দ বদল, শুধু স্বাদের বদল।
আসলে শেষ বলে কিছু নেই!
মধুর সেদিন , আজ লবন! অকুল দরিয়াই বিবমিষ।
আসলে শেষ বলে কিছুুই নেই
তিলে তিলে একদিন মিলে যাবে ফের
যেমন ছিলো কাল, থাকবে
কালও................
ধরণ বদল শুধু, শুধুই ধারণ বদল ।
আসলে শেষ বলে কিছুই নেই ।
শেষের শেষে অনুক্রমে শুরু হয়ে যায় ফের ।।


।।ধুলিয়ান । রাত ১২টা ৫মি: । ১২ই আগস্ট ২০১৬ ।।