#শিরোনামহীন_কথাগুলো(তিন)


এ গ্লাস না ভাঙে যেন
এ চুরচুর নেশার ঘোর না ভেঙে যায়


দুরে গেয়ে যায় লালন সুরে, ''মেঘের বিদুৎ মেঘেই যেমন''


বেশ তো আছি এখন
তুমি আছো আমি আছি আর সুনীল সায়র
তোমার চোখে আমি, তুমি আমার
দেখছি অপলকে পলকে মন, আমি, দর্পন


বেশ তো আছো এখন!
তোমার ওই দরাজ ওষ্ঠে থরথর অধর আমার ।
একে একে দুই তুমি আমি একাকার
তোমার অঙ্গে আমি,আমার রূপে তুমি দর্শন !


দুর ভেসে যায় গালিবের সুর, সুরে ভাসে ভোরের আজান


দেখো, এ গ্লাস না ভাঙে যেন
যেন চুরচুর এ নেশার ঘোর ভেঙে না যায়!!!
                                          মণি জুয়েল(ধুলিয়ান)