#সায়র_চাঁদ_সারস_আর_গ্লাসহাতে_আমি


পৃথিবী যখন ঘুমিয়ে থাকে
তখন একা আমি জেগে---------... ।


দোলা বাতাসে বাঁশ পাতা দুলে শিরশির
           দুরে ভাসে দরবারি সুর,বিষাদ কে গেয়ে যায়।


ঘোলাটে আকাশে তখন বাঁকা চাঁদ ।
ফিরে দেখি সায়র জলে,
উড়ে যায় দুটি সারস, গ্লাসে ভাসে তখন সে মুখ !


যে চোখে ডুবেছি সেদিন, সে চোখ-
আজ দেখি সায়র জলে;
ভেসে যাই চন্দ্র-সোমে।চোখে তখন শুধু সে চোখ!


ক্রমশ এগিয়ে চলেছে নিশি শেষপথ
তখন বন্দি আমি ইন্দ্রজালে!
ভেসে গেছে মন, ভেসে গেছি আমি, আর শুভ্র-চাঁদ


সহসা বয়ে যায় এক ঝাপটা পুবের বাতাস
                   আসব চুর মনের সুর, দুর দুর ভেসে যায়!


পৃথিবী এখন ঘুমিয়ে আছে
আর আমি একা জেগে................।।
                                        -মণি জুয়েল(ধুলিয়ান)