#শিরোনামহীন_কথাগুলো(পাঁচ)


সেদিন আমিও বলেছিলাম - আমার তুমি,  
আমাতেই তুমি!
সময় বয়ে গেছে যেমন নদী বয়ে যায়
আজ যখন ফিরে দেখি - আগুন শুধু,
বিষ দরিয়া মনেহয়!
আমার ছিলে, তুমি কেন তবে আজ অগ্নিময় ।


তুমি নরক জাহন্নম তুমি, নয় তো
তুমি কি ঋতুপর্যায়?
যে বসন্ত শরৎ খরায় রঙে রূপে বদলে যায়?


ইতিহাস জানে তিলে তিলে ঘাতে একদিন
জ্বলে যায় আগুন ।
তোমার প্রতিঘাত ঘাতে আজ দাবানল বয়!
ফিরে দেখি যখন ফুরানো পুরানো সেদিন,
সুনীল দেখি সায়র বয় ।
আমার যদি তুমি আমাতেই,কেন তবে অগ্নিময় ।।


তুমি ছল তুমি খলখলতো , নয় তো-
তোমারই সুখের ঘরে
কেন আজ জ্বলে যাও, ঘরে কেন খার হয় ??
                                   -সঙ্গীহীন (মণি জুয়েল)
#কিজানি_কি_মনে_হয়েছিলো