#যখন_পাশ_দিয়ে_হেঁটে_যাও
- মণি জুয়েল


যখন তুমি বাইরে থেকে ফিরে আসো
পাশ দিয়ে হেঁটে যাও
সেই হেটে যাওয়ার বাতাসে যে গন্ধ থাকে
আমি বলি তাই কবিতা ।


ঘামে ভেজা সে সুবাস যেন বৃষ্টির পরে পৃথিবী
সোঁদা গন্ধ যেমন মন ভেজায়
তেমনি তোমার আদুরে গন্ধে ভিজি ।
পোশাক বদলের তোমায় মনেহয় বাহার কিশলয়!


শিরদাঁড়া বরাবর তোমার চিকচিকে ঘাম
যেন ভোরের ও শিশির
আমার মনে আমার শরীরে জীবন হাঁক ডাকে
সেই অনুভবতাই কবিতা ।


যেন আদিম উষ্ণতা যাপনের তোমার সে ওম
আমার বুকে বিন্দু বিন্দু সাজায়
সেই নিবিড় প্রেমে আমি ভাসতে থাকি
তখন সে ভেনাস তুমি, প্রেমদেবী, তোমায় মনেহয় ।


তোমার শরীরের সুবাস,তোমার সে ঘাম
তোমার কোমলকমল ঠোঁট
তোমার অন্ত:হৃদয় ভারি নিতম্বদ্বয়, মনেহয়-
তুমিই পৃথিবী, তুমি কবিতা ।।
                    ১০অক্টো১৬/১১:৩৩রাত/ধুলিয়ান