#কথা_গান
-Moni Jewel(মণি জুয়েল)
তুমি আমি মিলে পথে পথে হাঁটছি
হাঁটছি আর দেখছি
চায়ের ধোঁয়াতে কত নীতি উড়ছে
চ্যানেলের সিটে বেশ্যাবৃত্তি হাঁকছে
প্রভুভক্তরা ভৌকছে
পথের মিছিলে তুমি আমি হাঁটছি ।।


কত কথা ধোয়া হয়ে গেলো
চায়ের গ্লাস গরম জলে,
সেই ছেলেটির ফ্যালফ্যাল ও
দৃষ্টি জিলিপির জালে।
ও যদি জানতো তবে কি কাঁদতো?
(দেখো)গান তুলে নেবেই একদিন....
সুরে বেসুরে  
গুনে দিন গুনছি, তুমি আমি হাঁটছি ।।


কত ব্যথা ও ড্রেনে বেয়ে গেলো
দগদগেআগুন ফ্যানজলে,
চালকের রক্তে এ পথ ভিজলো!
অজানা কি, কে না জানে?
ওরা যদি জানতো, তবে থেমে যেতো!
আগুন জ্বলবে জ্বালবেই একদিন....
খেয়ালে বেসুরে
দেখছো দেখছি, খেয়ালে পথ চলছি ।।
।।24.12.16/07সন্ধ্যে/ধুলিয়ান।।