#তোমার_কি_মনে_পড়ে
-মণি জুয়েল(Moni Jewel)
শিমুল পাতাগুলো গুলো ঝরে গেছে
ঘি কাঞ্চনের ডাটা এখন হলুদ
নেতিয়ে শুয়ে আছে-
রাত জাগা বিড়াল, শৈশব হারানো শিশুগুলো-
বন্দি এখন কিন্ডারগার্টেনে!
তাগিদ নেই ঘুড়ি ওড়ানোর । চার দেওয়ালের নার্সারী!


দুরে ঘোষপাড়ার মোষগুলো হাঁকছে
রাজবংশী বউ'দের কোলাহল
পাড়া জেগে আছে-
পিয়ালী ধসুন ঝাঁঝে । বৃক্ষ হারানো পাখিগুলো-
কাঁদছে মোবাইল টাওয়ারে !
ছড়াছড়ি নেই গম ও সর্ষের, জীবন শেষের সঞ্চারী!?


হারানো সেই-দিন বসে বসে দেখছি -
কিতকিতের কোন্দল, দাগ টানা
বিছানায় বালক জেগে ।
দুরে শোনা যায় বালকবালিকার উল্লাস হুল্লোড়,
বন্দি কিশোর অপত্য আদরে!
পাখিরডাকে মগ্নমন, কিশোরী'তোড়ার মেডিটেশনে!!
।। 09.01.17/ধুলিয়ান/ 01:45 দুপুর ।।