#বৃষ্টিস্নাত_পৌষের_দুপুরে
- মণি জুয়েল(Moni Jewel)
ঘন শীতের এক পশলা বৃষ্টিতে
হলদে পাতাগুলো কিছুটা প্রাণবন্ত যেন
নেতিয়ে পড়ে থাকা আধশুকনো হলুদপাতাগুলো
কোনও হেলদোল নেই
কোনও গন্ধ নেই
মাটির সোঁদা গন্ধটুকু পেলাম না!
ঝরা নয়নতারার গোলাপী পাপড়িগুলো পড়ে আছে


অতঃপর বিছানায় লেপমুড়ি দিয়ে
তোমাকে খুঁজে চলেছি,প্রায় অশান্তমনে
তুমিও হয়তো,ওপাড়ে লেপমুড়ে আমায় খুঁজছিলে
কেমন যেন সেক্স ভাব..
সে ঘন উষ্ণতায়
হস্ত মৈথুনে শরীরি গন্ধ থাকে না-
জানি,সে ইচ্ছেও বড় জাগে না । তবু মন চেয়ে আছে-


চোখে সেই বিবর্ণ ঝরাপাতাগুলো,
নেপথ্যে শোনা যায় নতুন বসন্তের আগমনী!
জানো ডোনা, ঝরাপাতাই ডেকে আনে বসন্ত গন্ধ,
কাঁচা হলুদের গন্ধে-
ময়ল বাতাসে
ভেসে যায় সুরে-বসন্ত এসে গেছে ।
মেঘলা দুপুর,কোনো হেলদোল নেই, এখন বৃষ্টি ঝরছে ।
।। 10.01.17/01:00দুপুর/ধুলিয়ান ।।