#মেডিটেশন
- মণি জুয়েল(Moni Jewel
অন্তহীন পথের পথিক, আমরা, এগিয়েই চলেছি-
ধান কাটা হয়ে গেছে, মাঠজুড়ে অসীম নিরবতা
উত্তরে বাতাসের শীতলতায়
দুপুরের রৌদ্রে মধু মেখে আছে যেন
অড়হড় গাছের দোলায়, দুরে-
এক চলতি সাইকেল পথিক মিলিয়ে গেলো!
বিদ্যুৎতারে পাখিগুলো জিরিয়ে নিচ্ছে,
বাতাসের শব্দে ধ্যানমগ্ন, পৃথিবী জুড়ে  নীরবতা ।


অন্তহীন পথের পথিক, আমরা, এগিয়ে চলেছি-


ভেসে আসছে দুরে গরুর হাম্বা, শৈশবের বৈভব
উত্তরে বাতাসের শীতলতায়
ঝাঁঝালো রসুনগন্ধ মেখে আছে যেন
এগিয়ে চলেছে বুড়ি লাঠির ভারে
কিছুপরেই পৌচ্ছে যাবে ঠিক তার ঠিকানায়!
বৈভবী শিশুদের মা ডেকে নেবেই, মায়ের স্নেহে
অন্তহীন পথের পথিক, আমরা, এগিয়েই চলেছি ।।
।। 15.01.17/01:05pm/ ঝারখন্ড পাকুড় থেকে ।।