#রাই'য়ের সাথে কথোপকথন
- মণি জুয়েল (Moni Jewel)
রাই, আজকাল ভালো নেই আমি, বড়'ই বৈষয়িক যেন ।
প্রচণ্ড ব্যস্ততার মাঝেও তোমার কাছে আসি
বললেই চলে আজকাল কথা হয়'ই না,-
দেখা হয় খুব কম
মন খারাপ হয়, তোমায় ছেড়ে!
মনে পড়ে-
যখন তোমার কাছে আসি, একটুখানি হাসি
বাতাসে ভেসে আসে সুর, পাখিরা গায়
তোমার শরীরিগন্ধের-
মাদকতায়, ভীড় জমায় কথারা!
মেখে নিই আমি রঙ রামধনু, তোমার কাঁপা ওষ্ঠের হাসি।
সুর ছন্দ কথার ধ্যানে, আনমনে এক হয়ে যায় দুই শরীর।
তেমনই আজ ফের দেখতে এসেছি তোমায়,
কুয়াশার আড়ালে লুকিয়ে কাঁদা ও মুখ,
ভেজা ভেজা শাড়ি
তবুও হাসছো, সে'ই হলুদ হাসি!!!
মনে পড়ে?
গত মরশুমের সেদিন, কত রঙ মেখে গেছি?
মনে পড়ে, রাই, আমার কামুক শরীরে
তোমার এলিয়ে পড়া?
তোমার ফুলেলপরশ, লজ্জা মেশানো সম্ভোগ আবাহন!!
     ।। 25.01.17-11:00AM-Dhuliyan ।।