#মুখোমুখি_চারচোখে
- মণি জুয়েল(Moni Jewel)


যখন আমি গাই,ছন্দে বলি-'নীল' তুমি শুনতে কি পাও?
সেই নিগূঢ় নিরবতায়!
তুমি বলো- নিরবতা অনেক কথা বলে!
তখন আমি থেমে যাই,
বলতে থাকো তুমিই, আমার ভালোবাসা নিয়ে-


তুমি বলো, যখন তোমাকে দেখি, কথা কবিতা হয়,
বৃষ্টিরা ঝরতে থাকে!
কাঁপুনি আসে তোমার, ভিজতে ভিজতে-
আমিও কাঁপতে থাকি!
ঋতুচক্রে বসন্ত এসে যায় দুই শরীরের দ্বন্দ্বে!


কত উত্থান পতনের পরে ফোটে ফের-নতুন পুষ্প!
তখনও নিরব আমি!
এবার জানতে চাও - তবুও চুপ কেন?
চুপিচুপি হাসতে থাকি-
দিন নিভে যায়, চাঁদ হাসে, তুমি কি আমায় দেখতে পাও?
×××04.02.17 - ধুলিয়ান - 02:00দুপুর ×××