- মণি জুয়েল(Moni Jewel)


এরপরও কি তুমি আমার হবে না, ভালোবাসবে না
আমায়? নীলযমুনায়-
ভাসাবে না, উথলে ওঠা  নির্বাক তরঙ্গে?
শুনে দেখো নির্ঘুম রাতের বার্তা- আমি ভালোবাসি


তবুও কি মনেহয় না, আমি ভালোবাসতে জানি?
তোমার মনেহয় না, আমি ভালবাসতে চাই,
মনেহয় না কি- ঠোঁটে রেখে ঠোঁট,
বুকে বুক, অঙ্গে মিশিয়ে অঙ্গ..
বসন্ত রাঙাতেই পারি?
আমার কথা, কবিতারা কি কথা বলে না?
আমার শব্দের অনুরণন তুফান তোলেনা
তোমার তৃষিত হৃদয়ে?
মলয়ানীলে নেচে ওঠে না মন,
নির্ঘুমরাতে দক্ষিণজানালা খোঁজে?
আমার পিপাসায় তোমার ওষ্ঠে তৃষ্ণা পায়?
শুনতে কি পাও, ডোনা, উত্থাল সেই শব্দতরঙ্গ?


শুনে দেখো ফেব্রুয়ারির মাঝে,শেষ'মাঘের রাতে
ছুঁয়ে দেখো, তোমার বাঁকা-চাঁদের ভাঁজ!
অতলান্তের সে বাণী-
বলে দেবে ঠিক কবিতার সুরে- আমি ভালোবাসি!
×××08.02.17/05:00PM/ Dhuliyan×××