- মণি জুয়েল(Moni Jewel)


বীর'বিদ্রোহী যখন শেকল ছিঁড়ে ছুটে চলে
শোণিত-বন্ধুর বিপ্লবের পথে
ক্ষত জ্বালা ভুলে,
তখন শুক'তারা জেগে থাকে সাক্ষী হতে
ভিজে যায় বসন্তের ফুলেরা!
তোমার প্রেমে,মাতোয়ারা কবি তখনই
শুনতে পায় কান্না
শিশিরের,
হিস্  হিস্
শিৎকারী বেহাগে-
উষ্ণায় গলে যায় হৃদয় বরফের মতো
দামামা বেজে ওঠে ভগ্নমনে!
ক্রমেই জেগে উঠে আলো অমানিশা হতে
সব জ্বালা ভুলে
প্রসবের পরে হাসে মায়ের মুখ
আর কয়েদি মুক্তি-সুখের, বিপ্লবী ছলছলে!


×××19.02.17-ধুলিয়ান- রাত 11:20×××