- মণি জুয়েল(Moni Jewel)


তোমার উপেক্ষা আমায় ভালবাসতে শেখায়
আমায় ভালোবাসতে শেখায়
তোমার নিরবতা


যখন তুমি উপেক্ষা করতে থাকো
তখন আমি
খুঁজে ফিরি শব্দ
ইমরুল কায়েস যেমন খুঁজেছিলো মরুর নদীতে!


আমি জানি তুমি অবাক হলে- মরু আবার নদী!
ভালোবাসতে যদি
যেমন কবি
ভালোবাসে বসন্তরাতের অপেক্ষা...


তোমার উপেক্ষা'ই
ও মরুতে নদী বেয়ে নিয়ে যায়
ভালোবেসে, ভেজাতে শেখায় প্রণয়ের বন্যায়


××× 28.02.17, 11:40pm, Dhuliyan ×××