- মণি জুয়েল(Moni Jewel)


আহা হা সে'ই কান্না, সে'ই বঞ্চনা, বিলাসীরবিলাসিতা দেখো
যদিও তোমরা তেমনই আছো, বদলে নি লবনের স্রবণ!
তোমরা যেমন ছিলে তেমন'ই আছো
বদলে গেছে ওরা
বদলে গেছে পরিচয় বিশেষণ
তোমরা তেমন'ই আছো যেমন ছিলে


আজ ওরা কথায় ব্যথায় মঞ্চ নাচায়,
সেই যে কে সেই-
আজও তেমন-ই আছো !
তোমরা যেমন ছিলে তেমন'ই আছো


যুবতির পরিচয় 'বেশ্যা, বাপের মৃত্যু
মরণ বলাটা-ও ঠিক নয়
সে স্বাধীন নির্বাচন!
আজও চলতেই আছে, যেমন ছিলো!


আজও তোমার বর মদ খেয়ে ফেরে
অতঃপর প্রহারে
শুরু হয় লিপ্সা-প্রেমের প্রহর
তোমরা যেমন ছিলে তেমন'ই আছো
বদল হয়েছে কি তোমাদের, দায় নিয়েছি কি বদলের?
তবু বদলে গেছে ওরা, বদলে গেছে পরিচয়, বিশেষণ দেখো


×××  08.03.17 - Dhuliyan - 03:50PM ×××