- মণি জুয়েল (Moni Jewel)


মাঝেমাঝে আমি কবিতা লিখতে ভুলে যাই
হারিয়ে ফেলি নিজেকে
অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় আমার


কিন্তু তখনও নিজেকে বড় সুখী মনেহয়


যখন নিজেকে ফিকে হতে দেখি
তোমার ঔজ্জ্বল্যর কাছে ।
ভুলে যাই গান, কবিতা লিখতে ভুলেই যাই!


ওহহো ডোনা, আসলে আমি কিছু'ই না


পুর্ণীমার জোছনায় জোনাকীর আলো হায়!
যত সৌন্দর্য সব তোমার
যত কাব্য যত সুর তোমার'ই সব


সে কাব্যময়তায় মুছে যায় কবিত্ব আমার


অঘোষ বিস্ময়ে দেখতে'ই থাকি
ভুলে যাই কথা, কবিতা
ভুলে'ই যাই আমাকে, যখন আলোকিত হই!


××× 18.03.17, ধুলিয়ান, রাত ০৯টা ×××