প্রাবর ছিঁড়ে দাও
- মণি জুয়েল Moni Jewel


আর কতো, আরো কতো? ভাল্লাগে না
কেঁপে উঠুক
কাঁপিয়েই দিক না-
উত্তরা। সমুদয়ে কাঁপুক থরথর...।
আর ভাল্লাগে না ভাল্লাগে না
ভোরে, সাঁঝে, আর' কতো-
ভিজবে মাটি? সবুজ'প্রাণ-
                      

ভিজে যাচ্ছে.., ভিজিয়ে
                         ↓
                              
জন্ম-ক্ষেত্র, উপত্যক্দ্যান-
ভিজছে...। অপেক্ষা কতো-
আর?? কেনো দোনা-মোনা!
খুলে দাও- পরাধীনতার প্রাবর...।
ছেয়ে যাও, উ ত্ত রা।
কেঁপে উঠুক...।
জেনো, দিনের রোদ্দুর মন্দ না মন্দ না


×××19.09.19-Dhuliyan-12:30AM×××


#উত্তরার_মুক্ত_যাপনে


।উত্তরা=উত্তরের বাতাস, পরবর্তী প্রজন্ম, উত্তরে যারা ইত্যাদি।