- মণি জুয়েল(Moni Jewel)


আস্তে আস্তে দিনের আলো নিভে যাওয়ার পর
এখন বেশ আঁধার
আসন্ন প্রায় অমানিশার।
ঘরে ঘরের জানালার ফোঁকর, ঘুলঘুলি দিয়ে
টর্চ লাইটের মতন আলো বেরচ্ছে বটেই
কিন্তু, আঁধার তো আঁধারই, তাই না!
এই ঘন আঁধার হয়তো আমার বড় ধরনের
সমস্যা এমন নয়, কিন্তু-
আমার ঘরের আলো বড় বেশী জ্বালাচ্ছে!


বারবার মন চাচ্ছে পৃথ্বী, তুমি আজ এসো
বিদ্যুৎ'এ কাঁপতো থাকা-
আমার মনের আমার শরীরের দুই চোখের
তৃষ্ণার ঝলকানিতে তোমার শরীর
কেঁপে উঠুক, কামাতুর হয়ে ওঠো তুমিও
জ্বলে উঠুক, আর্ত লোমকুপ, আমার ছোঁয়ায়
ওহ মাই লাভ, ওহ্ পৃথ্বী
ওহ্ মাই ডিয়ার...
এসো, জ্বলে উঠুক এ নিসর্গ অগ্রের দ্বন্দ্বস্পর্শে


***15.10.2017 - Dhuliyan- 05:50PM***