প্রচণ্ড শ্রীষ্মে তপ্ত আমি
- মণি জুয়েল Moni Jewel


আহ্...শুধু তোমার সাথে মিলনের জন্য!
শুধু-মাত্র।
শুধু মিলনের জন্য!
আহা..মৃত্যু হলে হয়ে যাক না।
হোক না পৃথ্বী গহ্বরে প্রবেশ!
অনন্তপক্ষে কিছু না-হলেও'-
অনাবৃত তোমায়' দেখবো!-


আকুতিভরা, আতুর দৃষ্টে২


চির চির তাকিয়ে থাকবো!
যদি, তুমি গুতিয়ে ফেলেও'-
দাও, প্রচণ্ড শ্রীষ্মে তপ্ত আমি-
ছাই হয়ে যেতেও ভয় পাই না।
পেয়েই গেছি যখন
সুত্র-সুত্র
হউক না সেই ধাক্কা! জাহান্নমেরই জন্য।


×××17.11.2018-ধুলিয়ান-10:53PM×××


।পৃথ্বী গহ্বর= "কবর" পড়ুন।
।গুতিয়ে ফেলা= নারাজ হয়ে প্রত্যাখ্যান(আঞ্চলিক প্রয়োগ)।
।প্রচণ্ড শ্রীষ্ম= অনন্ত যন্ত্রণাদায়ক পরিবেশ(জাহান্নম পড়ুন)।


** প্রিয় পাঠক-পাঠিকা, "তপ্ত আমি"-র 'তপ্ত' কথাটি 'দগ্ধ' করলে কেমন হবে?**