- মণি জুয়েল(Moni Jewel)


মা আর মেয়ে'র আতুরনজরে পড়া যুবকের মতো
বিস্ফোরে বিক্ষত হয়েই চলেছে কচি কচি ওরা
আ হা হা অসহ্য অসহ্য।
অথচ....,সুদীর্ঘকাল সয়েই যেতে হচ্ছে!
কিন্তু কৈ-
চারিদিকের রংএর মরশুমে রক্ত'ই কোথায়
কিম্বা, অনন্ত এ' অন্তঃ ক্ষরণ দেখে নেবার
সজাগ নজরই বা কোথায়!
কম আর বেশী রোদচশমাই সবই সমান
কোনটা ছাই আর কোনটাই ছাই'র বরণ


বোঝা বড় দায় হে, বানিজ্যিয়'দের খল


কোনটা বা ধারণ' আর কোনটা বা হরণ
অন্ধ_চোখে'র দিবস ও রজনী'র মতোন
এমন- অধীনদৃষ্টি কালে
অক্ষ ঘুরিয়ে, কি'ভাবে কে'ই পারে দেখায়
অতঃপর.. তারা মারছে, আর ভাসছে ওরা
রক্তস্রোতে
জাতকীনি'র হাতে জাতক'-এর লাশ?
হায় রে চতুর পরিহাস!
জ্বলে যাচ্ছে সব, পুড়ে যাচ্ছে সব মত্তমগ্ন তবু
পৃথিবী, বেশ আছে, যেন কোথাও আগুন লাগেনি!


×××× 28.02.2018-ধুলিয়ান- 08:30PM ××××