সবটা এখনো উন্মুক্ত হয় নি
- মণি জুয়েল(Moni Jewel)


সবটা এখনো উন্মুক্ত হয়নি, ধূসরপর্দায়
আবৃত ঊর্ধ্বাংশ,
আচ্ছাদিত নিম্নদেশ-
অপ্রয়োজনীয় সব পর্ণের সজ্জা'য়!
সম্ভাবনা জাগানী কাঁচা-রোদ্দুরে
মাঝেমধ্যেই দেখছি মৌসুমি'র
নীললীলা, মুক্ত দ্যু'র আভাস


অতঃপর ফেরও গাঢ় ঝঞ্ঝা২


মুক্তাম্বরে ফেরও ঘন-আভাস
তৃষ্ণা ফেরও, দহনে, উষ্ণতায়,
ফোঁটা-কয়' ঝরে-পড়া পৃথিবী'র
গুমোটতায়, নোনা'স্বেদসিক্ততায়!
জলে মগ্ন নিম্নদেশ,
উদকুম্ভ অংশ।
মনোহারী নীলশুভ্রাংশ এখনো ঘনপর্দায়!


×××23.08.2018-ধুলিয়ান-04:55PM×××


*ধূসর পর্দা= মেঘকে ইঙ্গিত করা*
*আবৃত ঊর্ধ্বাংশ= মেঘাচ্ছন্ন আকাশ অর্থে*
*মৌসুমি=Seasonal*
*উদকুম্ভ= ডোবা জায়গা*
*নীলশুভ্রাংশ= শরৎএর আকাশ অর্থে*


।।শব্দ প্রয়োগে কিছু ভুল মনে হলে বা সম্পাদনার প্রয়োজন মনে হলে পাঠক-পাঠিকা নির্দ্বিধায় জানাবেন প্লিস।।