- মণি জুয়েল(Moni Jewel)


ঝরে যাওয়া বৃষ্টির টিপ টিপ এখনও থামে নি
টিপ টপ টিপ টপ...
মন দিয়ে শুনছি আর ভাবছি তোমাকে


ঘড়ির কাটাও মিলিয়েছে তাল,
সম্মোহনী শব্দের তরঙ্গে!


শুনশান বাড়ির একলা ঘরে আমি,
দুরে ভেসে আসা ঘরামির বাঁশ কাটা শব্দে
হারিয়ে যাচ্ছি ক্রমশই, হারিয়ে যাচ্ছি, হারিয়ে...


প্রায় মুদে যাওয়া ঘোরপ্রায় দু' চোখের পর্দায়
গুমগুম হৃদ-স্পন্দনে, তুমি জেগে আছো
সুরে ভেসে আসে দুপুরের আজান...


বীর্যের সমুদ্র্ত্থাল বিহার
আর, নিঃশব্দতার শব্দে ভেসে-


আচ্ছন্ন আমি, বিভোর তোমাকে দেখছি
উম্ হুমম...হিস হিস
স্রবন শীৎকারে,ঝরে যাওয়া এখনও থামে নি
                                            
****20.07.2017-ধুলিয়ান-12:40দুপুর****