- মণি জুয়েল(Moni Jewel)


হয়তো তুমি বলবে- নিশ্চয়ই কোনো ধান্ধা আছে
নয়লে এতো তৃষ্ণা, এতো চাওয়া কেন!
হ্যাঁ, নিশ্চয়, আমি তোমাকে পেতে চাই বলেই
চাতক প্রায় তোমার গান গেয়ে যাই
ভালোবাসি বলেই সারা বাংলা দিয়ে সাজাই
কখনো তোমার নধরাষ্ঠকে বলি-
কচি_জামপাতা। আবার, কখনো বা বলি
সীমাহীন-জীবনের-সীমা,
অন্তহীন নীলিমা, যার আর শেষই নাই!


কিন্তু জেনো, যদিও কবিতা, মিথ্যে না।


এ মিথ্যে নয়- গতি নেই তোমায় ছাড়া
তা বলি কিম্বা না তোমায়
সবই থেমে যায়, স্থগিত হয়ে যায় সৃষ্টিরা
তাই ভালোবেসে, হাজারো ঢঙে-
বলে যাই, এই তোমাকেই আমি পেতে চাই
ওহ্....মাই লভ, তুমি কি জানো না
কিছুই হয় না পাওয়া, যদি না তোমায় পাওয়া
হয়। তোমাকে পেলেই পূর্ণ আমি তবে,
দুই-কুল'ই তা নয়লে চির অসম্পূর্ণ থেকেই যায়!


××××14.03.2018-ধুলিয়ান-05:00PM××××


*প্রিয়/শ্রদ্ধেয় পাঠক-পাঠিকার কাছে অনুরোধ নামকরণ'এর "সম্ভোগ" কথাটি শুধুমাত্র প্রচলিত ভাব এবং অর্থে ধরবেন না। পড়তে পড়তে খুঁজলে অন্য অর্থও পেয়ে যাবেন।*