দেখছি, 1600 যখন থেকে, মডার্ণওয়াচে
রক্তে ঘেমে, কাঁপুনিতে নেয়ে, এখন, জাঢ় পড়ে গেলো
উত্তরের হাওয়াই
কিন্তু ওই উত্তরের মুক্তি?
না নাহ্ কোনো সম্ভাবনাও তো দেখছি না
শীঘ্র নেইও, তেমন সম্ভাবনা
ঠিক এভাবেই
বর্তমান, কেটে যাচ্ছে
তার সাক্ষী হয়েই, ইতিহাসও; দাঁড়িয়ে আছে
বর্তমানে বেঁচে আছে,
বর্তমান-ই নেই
সমাপ্তি-হীন যদিও, সম্ভাবনা
ঐতিহ্যের কচ্ক্চানিতে জন্মাতেই দিচ্ছেনা
স্থবির সব, প্রাক উত্থানে
প্রাক জামানা-তে
প্রাকদুপুরে তাও দিলেও মধ্য ছুঁতে না ছুঁতেই...ফুরালো
সদৃপ্তে দাঁড়িয়ে মাথা তোলার আগেই[email protected]মণি জুয়েল
দারুণ লিখেছেন প্রিয় কবি, ভালো লাগলো।
শুভকামনা নিরন্তর।
অসাধারণ অনুভূতির অপূর্ব জীবনমুখী ও বিদ্রোহী কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। শুভ কামনা নিরন্তর
গভীর তাৎপর্যমণ্ডিত দুর্দান্ত বিদ্রোহী কবিতা প্রিয় কবি! ভীষণ ভালো লাগলো! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
সেই, বর্তমানের হাল হকিকত কাব্য গাথায়। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।