সেই শূন্যতায় যে শূন্যতায় ভাসমান সব
- মণি জুয়েল(Moni Jewel)


যদিও সবটাই শূন্যতা তবুও কতগুলো কবিতা
কতগুলো গান, কতগুলো গল্পকথা
কত আবাহন নাব্য।
না তুমি দেখালে না দিলে এখনো দেখতে
জেনো, শুধু যে আমাকেই-
তা নয়, ঠিক দুরেই পাবে নিজকেও তত
আয়না" দেখবে দুরত্ব রেখে যত।
কাছে এসো প্লিস, আরো কাছে আরো...
খসে পড়ে যাক- যত আবরণ প্রাবরন


সময়ে যেমন খসে যায় শিমুলপাতা২


তেমনই খসে যাক যত সব দু র ত্বরা
জানি বিঁধবে তবু এসো, আরো আরো...
ছুঁয়ে যাও ছুঁয়ে দাও ছুঁয়ে থাকো।
ভাসিয়ে নাও, শূন্যে, ভেসে যেতে যেতে
সকাম যেমন চন্দ্রা-বসু
ভিজে যাক শয্যা, রজনীয়, বিন্দু বিন্দুতে
বয়ে যাক পয়স্বীনি
নিঃসরণে নিঃসরণে লিপ্সুনিসর্গ
আমি দেখি, উদোম-তোমাকে, তুমিও আমায়!


×××22.04.2018-ধুলিয়ান-04:00AM×××


*পাঠক-পাঠিকা আমার এ লেখার জন্য নামকরণ বলতে পারেন। এখন আমার দেয়া নামকরণ খুব ভালো মনেহচ্ছে না।