- মণি জুয়েল(Moni Jewel)


স্লীভলেসে মাঝবয়সী রম্য রমণীর বাহুর মতন,
নীল আকাশের সাদা মেঘের চতুর প্রণোদনায়
ভেসে চলেছে আমার কিশোর মন!
ঠিকানাহীন কল্পনায়, ঠিকানা খুঁজতে খুঁজতে
আমিও সমগ্র শুভ্রপেট, তলপেট,
পুরো উদোম পিঠ, ঘুরে চলেছি পাকে পাকে
নীল-স্বপ্নের নীল-সাম্রাজে!
সামুদ্রিক তুফানে, দিশেহারা নাবিক যেমন!


উষ্ণতা মাখানো, শীতল কামঘন নিঃশ্বাস


আমায় আরও গভীরে নিয়ে যায়, ভাসিয়ে-
নিয়ে গিয়ে,পথ দেখিয়ে দেয়
ঘুল্ঘুলি বেয়ে আসা সরু টর্চ লাইটের মতন-
বিকেলের একফালি মিষ্টি রোদ।
উড়তে থাকে জানালার পর্দা,হাসতে হাসতে
এগোতেই থাকি রহস্যময় সেই পথ!
যাওয়া আসা পথ'র আলোআঁধারী দ্যোতনায়
চেতনায় পৌঁছে দেখি দুর্বা ডগায় বিন্দু শিশির!


***03.09.2017 - ধুলিয়ান - 03:30PM***