শ্রাবণ শেষে শারদ আশে
- মণি জুয়েল(Moni Jewel)


ধূসরতা কাটিয়ে ক্রমশঃ নীল হবার পথে।
কজ্জলাভরণ
খসে পড়েছে যত সব
আহ্ সু-শুভ্রতা! ভাসিয়ে নিয়ে যায়!
ভাসতে ভাসতে...সীমানাহীনতায়!
প্রমোদ' জাগায় কাশের_কোমল-
পরশ, দুলে উঠি দোদুল'দোলে!
অন্তে কায়, শিহরণ খেলে যায়


আহ্ আর ভাবতে পারছি না!২


জ্যোৎস্নার_রাতে স্রোতস্বিনী'র
সীমানায় সংশ্লেষ পাওয়া সোম!
আহ্হা...নেশা ধরে যায়, মাতাল-
করে তোলে, এই কাব্যময় নিসর্গ!
আহা..শুভ-শ্রী! স্বর্গীয় মাদকতাময়!
প্রায় মুক্ত হয়েছে সব,
ঘন_আবরণ
অবশিষ্ট খসিয়ে, এখন নীল দেখার পথে।


×××16.08.2018-ধুলিয়ান-10:00PM×××


*কজ্জলাভরণ= জমে থাকা কালোমেঘ*
*সোম=চাঁদ*
*শুভ-শ্রী= ব্যক্তির নাম নয়*
* ঘন_আবরণ= মেঘের আচ্ছাদন*
*খসিয়ে= ঝরে পড়া অর্থে*(স্থানীয় শব্দ)