শ্বেত জীবনের বৃংহতি শুনতে পাই
আজও; তাই রাতে ওই কদম তলাতেই গিয়ে দাঁড়াই
নদীর কিনারায়
হাঁটু অবধি জল নামুক
কেটে যাক, রাত; এভাবেই কেটে যাক-
অধরওষ্ঠে মগ্ন তুমি' বংশিতে
আর আমি,
দৌড়ের ঘোড়া; দৌড়াই
.
অজন অরণ্যে; উদ্দাম গহীনে, ছুটে বেড়াই
.
গিয়ে, আর্ত-ঠোঁট ডুবাই,
স্রোতে নামি,
উঠে, কদমের সন্ধি প্রকোষ্ঠে
কেটে যায় রাত একভাবে কেটেই যাক
যুদ্ধাশ্বের তিয়াসা, মিটুক
তীরের ঝাপটায়
কানে বেজে ওঠে Do Do হস্তির ডাক, আঃ মরে যাই
মরে যাই, চাঁদের যোজন জোছনায়@মণি জুয়েল
এভাবে পালিয়ে গেলে হবে!! শুভকামনা রইল প্রিয় কবি।
দারুণ কবিতার কাঠামো আঙ্গিক ও কাব্যিকতা! খুব ভালো লাগলো পাঠ। অশেষ শুভেচ্ছা ।
গভীর বিরহের অপূর্ব কাব্যিক উপস্থাপনা প্রিয় কবি! দারুণ মুগ্ধ হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
চমৎকার রূপকে জীবনমুখী ভাবনার বিবিধ কবিতা, ভাল লাগলো, শুভেচ্ছা ও শুভকামনা রইল।
খুব সুন্দর লিখেছেন কবি I অসংখ্য শুভেচ্ছা রইলো
অনন্য শব্দের দারুন বিন্যাসে মুগ্ধ করা কাব্যসুধা।
খুবই ভালো লাগল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
মনোহর ভাবনার অনুপম প্রকাশ ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা নিরন্তর
রূপকে অনন্য জীবনমুখী কবিতা রচিত করলেন প্রিয় কবি, খুব ভালো লাগলো।
শুভকামনা নিরন্তর।
অনেক দিন পর পেলাম প্রিয় কবিকে, অসাধারণ কবিতা নিয়ে হাজির হয়েছেন। খুব ভালো লাগলো।