ততক্ষণে লালতারাটি ক্রমশই দক্ষিণে
- মণি জুয়েল(Moni Jewel)


যা কিছু সব গুছিয়ে নিতে ব্যস্ত মালিক।
সন্ধ্যা নেমেছে।
বাল্ব জ্বলেনি এখনো,
আপনা-আপনি'ই তো জ্বলবে-না!
যদি না কেউ গিয়ে জ্বেলে দেয়।
সুতরাং দেখাও যাচ্ছেনা সবটা
পারছে নিজের করছে, যে যা
স্বাভাবিকভাবেই পূর্বাকাশের-


লাল' ওই তারাতে তাকানো২-


দিশা'হীন-অনাথ মানুষগুলো-
জ্বালছে, সৌর চালিত আলো
সেও যে, খুবই জ্বলছে, তা না।
অশনিহীন। আশাও অ-সমীচীন!
সুতরাং শূন্যের ওই তারার মতো!
প্রোজ্জ্বলিত করবার
ই ন্ধ ন'ও নেই!
আলোতে এসি'তে ইনভারটারে মালিক।


×××18.08.2018-ধুলিয়ান-07:00PM×××