- মণি জুয়েল(Moni Jewel)


দুপুরবেলা তুমি হয়তো এখন ছাদে রোদে বসে আছো
হয়তো কমলালেবুর খোসা ছড়াচ্ছো
কুসুম রোদে বসে, আনমনা, তোমার মন
অকুল কল্পনায়। এ সবই আমার দু'চোখের সামনে
আমি দেখতে পাচ্ছি- তোমার চোখের বাঁকানো ভ্রু,
নাকের দু'পাশে ভাঁজে আঁটকে থাকা না বলা কথা,
যে কথাগুলো একদিন সব কবিতা হয়ে ভাসতো!
উত্তুরেবাতাসের শীতলতায় মাখিয়ে দিয়ে যেতো-
উষ্ণতা।
নিরবতা, কোমস রোদের মাখাখাখিতে দুচোখে


আহ্ ভালোবাসা! বিভোর, কিনারাহীন প্রান্তরে!


আমি ভুলে-ই গেছি, কতদিন, আছি রেলিং'এর
এপাড়!
ওপাড়ে তুমি, অনেক দুরে, অনেক দুরে, অনেক...
কিন্তু কৈ, না, ভুলি নি' তো! আজ'ও মনেহয় যে!
শীতের দুপুর এলেই, চোখে ভেসে ওঠে সমস্তটা!
খোলা জানালার-পর্দা, পাখি দুটো'র উড়তে থাকা,
আর, অধর' আকাশের সমান নীল_নীল কল্পনারা
ভাসতেই আছে, রোদ্দুরে ভাসতেই আছে...
শূন্যে উচিয়ে মাথা, দুলছে বাঁশপাতা।
বসেই আছি আমি, বসে আছো তুমি, আকাশের নিচে।


****20.12.2017-Dhuliyan-12:05PM****
                       #কথাকবিতা